বাসাইলে মসজিদে মাইকিং করে সংঘর্ষের ঘটনায় নিহত ১, আহত ২০

অপরাধ দুর্ঘটনা ফিচার বাসাইল

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে মাইকিং করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনোয়ারা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০জন।

 

 

 

বুধবার, ১২ জুন সকালে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) অবস্থান করছে।

নিহত মনোয়ারা বেগম স্থলবল্লা উত্তরপাড়ার শওকত মিয়ার স্ত্রী। আহতদের মধ্যে উত্তরপাড়ার ১০ জন ও দক্ষিণপাড়ার পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উত্তরপাড়ার মিনহাজ উদ্দিন (৩৭) ও বিল্লাল (৫৫) নামের দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা উত্তরপাড়ার শুকুর, জালাল, কালাম ও বিল্লালের সঙ্গে একই গ্রামের দক্ষিণপাড়ার আনু, সেলিম, শফি, এনামুল হক ও রাসেলদের জমিজমা নিয়ে প্রায় ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার (১১ জুন) বিকেলে গরুর হাট থেকে ফেরার সময় উত্তরপাড়ার জহিরুল, আয়নাল, আলাল, মজিবর ও ঠান্ডুর পথরোধ করেস দক্ষিণপাড়ার এনামুল হক, আনু, রাসেল, বাদল, সেলিম সানাউল্যা ও সানুসহ কয়েকজন। এসময় এনামুল হকসহ কয়েকজন উত্তরপাড়ার জহিরুলকে মারধর করেন। পরে বুধবার সকালে মসজিদে মাইকিং করে দা, ফালা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে উত্তরপাড়ার আনোয়ারের বাড়িতে হামলা চালান দক্ষিণপাড়ার লোকজন।

এ সময় উত্তরপাড়ার লোকজন প্রতিহত করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অস্ত্রের আঘাতে মনোয়ারা বেগম নামের ওই নারীর মৃত্যু হয়। আহত হন দুপক্ষের অন্তত ২০ জন। ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ছোটভাই হেলাল উদ্দিন বলেন, আমার বোন ঝগড়া থামাতে গিয়েছিল। এ সময় তার মাথায় ফালার আঘাত লাগে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমি নিজেও মাথায় আঘাত পেয়েছি। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। আমি বোন হত্যার বিচার চাই।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আতিকুর রহমান ভূঁইয়া বলেন, হাসপাতালে এক নারীর মরদেহ এসেছে। আহত অবস্থায় কয়েকজনকে আনা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাসাইল থানার এসআই মনোয়ার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। উদ্ভূত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *