দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জেরে আকরাম মিয়া (৪২) নামের ১ ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার, ১১ জুন উপজেলা ডুবাইল ইউনিয়নের ডুবাইল গ্রামে ঘটেছে এ ঘটনাটি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের বড় ভাই আল-হাসান।
জানা যায়, ডুবাইল গ্রামের আল-হাসানের সঙ্গে প্রতিবেশী আলহাজ, হাফিজ, হাসেন ও হাবিল মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জায়গায় আল হাসানের প্রতিপক্ষরা ঘর নির্মাণ করতে উদ্যোগ নেন। ফলে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি, উত্তপ্ত বাক্য বিনিময় ও পরে সংঘর্ষ বাধে।
এক পর্যায়ে প্রতিপক্ষরা আল হাসানকে লাঠিসোটা দিয়ে পেটাতে থাকে। এ সময় ছোট ভাই আকরাম এগিয়ে এলে অভিযুক্ত আলহাজের শ্বশুর অপর অভিযুক্ত শওকত মিয়া তার মাথায় দা দিয়ে ৩টি কোপ দেয়। এতে আকরাম মিয়ার মাথা কেটে রক্তাক্ত জখম হন।
স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ সরকার বলেন, ডুবাইল গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।