টাঙ্গাইলে ক্রেতা সংকট ও হতাশার মধ্যে বিসিকের উদ্যোক্তা মেলায় সমাপ্তি

টাঙ্গাইল সদর ফিচার বিনোদন লাইফ স্টাইল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুরু হওয়া ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার আয়োজনের সমাপ্তির ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ জুন) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিসিকের উপমহাব্যবস্থাপক শাহনাজ বেগম।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান-বিন-আলীসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে মেলায় অংশ নেয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজন উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এদিকে, মেলার শেষ দিনেও ক্রেতার উপস্থিতি তেমন নেই। ১০দিনের মেলায় কাঙ্খিত বিক্রি করতে না পারায় হতাশ হয়েছে স্টল নেয়া উদ্যোক্তারা। এতে আয়োজক কমিটিকে দুষচ্ছেন তারা। স্টল নেয়া উদ্যোক্তারা জানিয়েছেন অব্যবস্থাপনাসহ মেলার প্রচার-প্রচারণা না থাকায় এবং সন্ধ্যার পর মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান না হওয়ায় জমে উঠেনি বিসিকের মেলাটি। তবে কর্তৃপক্ষের দাবী, মেলার আয়োজনে সন্তুষ্ট তারা। ক্রেতা-বিক্রেতা সকলেই খুশি মেলায় এসে।

মেলায় স্টল নেয়া একাধিক উদ্যোক্তা হতাশা ব্যক্ত করে বলেন, মেলা শুরু পরই দুইদিন প্রাকৃতিক দূর্যোগের কারণে মাঠে ও স্টলে পানি জমেছিল। প্রতি বছর মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল কিন্তু এবারই মেলায় এধরনের কোন অনুষ্ঠান ছিল না। মেলার প্রচার-প্রচারণারও করা হয়নি। মানুষজন জানেও না মেলা কতদিন চলবে। সচরাচর উদ্যানে যে পরিমাণ মানুষজন আড্ডা দিত সেই পরিমাণ মানুষজনই মেলায় এসেছে। কিন্তু প্রকৃত ক্রেতা ছিল না মেলায়।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা প্রশাসনের সহায়তায় ও বিসিকের উদ্যোগে গত ১ জুন বিকেলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মেলায় ৪০ টি স্টল অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *