কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার এলেঙ্গা সাহিত্য সংসদের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়েছে। ৮ জুন, শনিবার সন্ধ্যায় স্থানীয় সাহিত্য ভবনে এ জন্মজয়ন্তী আনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই দুই কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহাম্মেদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক মাছুদুর রহমান মিলন, সংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আনিছুজ্জামান আনিস এবং ছড়াকার ও কলেজ শিক্ষক শাজু রহমান।
পরে বাংলা সাহিত্যে দুই দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন টাঙ্গাইল জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি বুলবুল হাসান, প্রাবন্ধিক ও কলেজ শিক্ষক আলী রেজা এবং সময়ের সাহিত্যকণ্ঠ পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল।
আনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিশুশিল্পী তাকিয়া সিকদার, ছড়াকার মো. ইলিয়াস আলী মিয়া, মো. মিজানুর রহমান মিজান, মো. হারুন অর রশিদ হিটলার, মোঃ আারিফ আহাম্মেদ, বিশ্বজিত চক্রবর্তী প্রমুখ। রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী এমি খান ও মিজানুর রহমান। শিল্পীদের গানে তবলা সঙ্গত করেন রেণুরাজ দাস। দ্বিতীয় পর্ব সঞ্চালনায় ছিলেন সৈয়দা ফরিদা ইয়াসমীন মিতু ও শিশুশিল্পী তাসমিয়া সিকদার।