নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার শিবনাথ উচ্চ বিদ্যালয়ে এ্যাথলেটিক্স এবং অটিস্টিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২ জুন, রবিবার ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস।
প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান-বিন-মুহাম্মাদ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইল এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলীনা বেগম এবং শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী।
টাঙ্গাইল সদর উপজেলার ৬টি স্কুলের ১৪৫ জন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। এদের মধ্যে ৭০ জন ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বালক এবং বালিকাদের দৌড়, ফুটবল দিয়ে গোল, গুপ্তধন উদ্ধার, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই, দড়িলাফসহ যেমন খুশি তেমন সাজ ইভেন্ট আয়োজন করা হয়। ৬ টা ইভেন্টে প্রথম, ৬ টি ইভেন্টে দ্বিতীয় এবং ১ টি ইভেন্টে তৃতীয় হয়ে সেরা স্কুল হয়েছে প্রয়াস ঘাটাইল এরিয়া।