মধুপুরে নানা কর্মসূচিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

দিবস ফিচার মধুপুর

মধুপুর প্রতিনিধি: ‘কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এ স্লোগানকে সামনে রেখে মধুপুর উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

 

 

 

মধুপুর উপজেলা প্রশাসন, বাংলাদেশে তামাক বিরোধী জোট বিএনটিটিপি, ডাব্লিউ বিবি ট্রাস্ট, স্থানীয় এনজিও ও মধুপুর স্বাস্থ্য শিক্ষা কৃষি গবেষণা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকাল ১১টার দিকে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধি করতে হবে’ শীর্ষক অবস্থান কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করা হয়। অবস্থান কর্মসূচি পালন শেষে বাসস্ট্যান্ড এলাকায় জনগণের মাঝে তামাক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসাইন, কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার আখতারুজ্জামান, এমএসএসকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. মোঃ আবু সালেহ।

কর্মসূচিতে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করতে হবে, জেলা ও উপজেলায় টাস্কফোর্স কমিটির সভা নিয়মিতকরণ এবং মোবাইল কোর্ট পরিচালনা চলমান রাখার জন্য বক্তারা আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *