টাঙ্গাইল এলজিইডিতে খসড়া মাষ্টারপ্ল্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর ফিচার সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল এলজিইডি ভবনে জেলার ১০ পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাসাইল ও এলেঙ্গা পৌরসভার ‘খসড়া মাষ্টারপ্ল্যান’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৭ মে দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।

প্রকল্প পরিচালক দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র মোঃ রাহাত হাসান ও এলেঙ্গা পৌরসভার মেয়র নুর এ আলম সিদ্দিকী।

সেমিনারে শেলটেক কন্সট্রাকশন (প্রা.) লিমিটেড উপস্থাপিত মূল প্রবন্ধের উপর বক্তারা মতামত তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *