টাঙ্গাইলে সবুজ পৃথিবীর ১৪ বছর পূর্তি অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর দিবস পরিবেশ ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সবুজ পৃথিবীর ১৪ বছর পূর্তি উপলক্ষে বুধবার, ২২ মে সন্ধ্যা ৭ টায় এক আলোচন সভা, পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচক ছিলেন ভারতের বিশিষ্ঠ ব্যবসায়ী ও রাজনীতিবিদ সঞ্জয় বসাক, ময়মনসিংহের সাংবাদিক ও সাস্কৃতিক ব্যক্তিত্ব কবি স্বাধীন চৌধুরী, এসএসএস-এর পরিচালক সন্তোষ কুমার পাল ও অধ্যাপক অনিক রহমান বুলবুল। স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ঈদের দিন বৃক্ষরোপণ প্রতিযোগিতায় বিজয়ী ১০জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- সেলিম রেজা, বিউটি আকন্দ, সুব্রত কর্মকার, আব্দুল মজিদ, বুলবুল হোসেন, রামকৃষ্ণ বসাক, হাসান চৌধুরী, ফিরোজ আহমেদ, ইলমাতুল ইসলাম ও রূপম। এছাড়া সফল সংগঠক হিসেবে বিপ্লব কুমার কর্মকারকে সবুজ পৃথিবী স্বর্ণপদক প্রদান করা হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া, সবুজ পৃথিবীর ১৪ বছর পূর্তি উপলক্ষে ঐদিন বিকেল ৪টায় লৌহজং নদীর পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *