ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আরিফ হোসেন জয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আব্দুস ছালাম খান (আওয়াল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে তাসলীমা জেসমীন পাপিয়া জয়ী হয়েছেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে মঙ্গলবার, ২১ মে রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইরতিজা হাসান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৭৮১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী মুহাম্মদ আরিফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লোকমান হোসেন মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ৯৫৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আব্দুস ছালাম খান (আওয়াল) ৪৩ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আরজু তালা প্রতীকে ২৮ হাজার ৯০০ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলীমা জেসমীন পাপিয়া প্রজাপতি প্রতীকে ৪৭ হাজার ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী সেলাই মেশিন প্রতীকে ২৯ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো সহিংসতা হয়নি।