নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এসএসসি পরীক্ষা দেওয়া অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্না নামের জমজ দুই বোন জিপিএ ৫ পেয়েছে। অর্পিতা ও অর্না দুইজনে একই নম্বর পেয়েছে। তারা প্রত্যেকে ১১২৩ নম্বর করে পেয়েছে।
টাঙ্গাইলের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া যমজ দুই বোন বিজ্ঞান বিভাগের ছাত্রী। তারা একসঙ্গেই বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। ভবিষ্যতে তারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন চিকিৎসক ও একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে। অর্পা ও অর্ণা পৌর শহরের আদালত রোডের অনুপ কুমার সাহা ও সুম্মিতা ঘোষ দম্পতির মেয়ে।
অর্পা ও অর্ণা বলে, আমরা জমজ দুইবোন, একই স্কুলে পড়েছি। একই সঙ্গে পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেছি। খুবই খুশি লাগছে আমাদের। বাবা-মা সবসময় আমাদের ভালো রেজাল্টের জন্য অনুপ্রেরণা দিত। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা প্রশাসন ক্যাডার হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকতে চাই।
টাঙ্গাইল আদালত রোড ওয়ালটন প্লাজার সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা বলেন, আমার মেয়েরা যেন মানুষের মতো মানুষ হয়। তাদের স্বপ্ন ও আশা পূরণে আমি সর্বাত্মক সহযোগিতা করব। তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারে এটিই আমার প্রত্যাশা। তাদের এই ফলাফলে খুশি আমার পরিবার। দু’টি মেয়ে সামনের দিকে আরও ভালো ফলাফল করবে সেই প্রত্যাশা করি।