ঘাটাইলের দিঘলকান্দিতে এক গাছেই একত্রে ৩৫টি লাউ!

কৃষি ঘাটাইল পরিবেশ ফিচার

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের জোতনছর গ্রামের কামাল হোসেন এবং লাভলী আকতার দম্পতির বাড়িতে লাউয়ের গাছে হঠাৎ করেই একটি গিঁট (গাছের শাখার সংযোগস্থল) থেকে অসংখ্য লাউয়ের ফুল বের হতে থাকে। সেই ফুল থেকে এক এক করে ৩৫টি লাউ ধরেছে যা দেখতে একটি থোকার মতো মনে হয়। এ খবর পেয়ে অনেক লোক আসে এই লাউ দেখতে।

কামাল হোসেন এবং লাভলী আকতার দম্পতি জানান, বাজার থেকে দুই মাস আগে দেশি লাউ গাছের বীজ এনে লাগিয়েছিল। এর মধ্যে থেকে ৪টি গাছ বড় হয়ে মাচায় উঠেছে। ৩টি গাছ স্বাভাবিক থাকলেও একটি গাছের তিনটি থোকায় ৭০-৮০টি লাউ ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি ঝোঁপায় (থোকায়) সব লাউ ঝুলে আছে। স্থানীয় মো. বিপ্লব হোসেন জানান, সে থোকার লাউ ৩৫টা পর্যন্ত গুনে দেখেছে। বিষয়টি তার কাছে অনেক ভালো লেগেছে। এর আগে এমন দৃশ্য সে দেখেনি।

ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, লাউ গাছটি না দেখে কিছু বলা যাচ্ছে না। তবে এরকমভাবে লাউ ধরা অস্বাভাবিক কোনো ঘটনা না। বিভিন্ন কারণে এরকম হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *