নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রচণ্ড তাপপ্রবাহে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ছাতা, সুপেয় পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
বুধবার (১ মে) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে টাঙ্গাইল জেলা যুবলীগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রখর রোদে সুরক্ষার জন্য ছাতার পাশাপাশি সুপেয় পানি ও বিস্কুট পেয়ে পথচারীসহ নিম্ন আয়ের মানুষরা খুশি। এ সময় ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
এসময় পথচারী বারেক মিয়া জানান, মহান মে দিবসের জন্য দোকানপাট বন্ধ। প্রখর রোদের মাঝে বিস্কুট ও পানি পেয়ে খুব উপকার হয়েছে। এরকম কার্যক্রম চলমান থাকলে পথচারী ও ভ্যান চালকরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।
জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব জানান, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে তারা প্রথমদিনে ৫০ জন ভ্যান চালকের মাঝে ছাতা এবং শহরের পথচারী ও নিম্ন আয়ের এক হাজার মানুষকে সুপেয় পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে। যতদিন অসহ্য তাপদাহ থাকবে- ততদিন এ কার্যক্রম চলানো হবে বলে জানান তিনি।
এ সময় জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, নুর মোহাম্মদ সিকদার মানিকসহ জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।