ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে চুরি করা পাঁচটি গরুসহ গাড়ি রেখে পালিয়েছে চোরেরা। পরে উত্তেজিত গ্রামবাসী গরুগুলো উদ্ধারের পর গাড়িতে আগুন ধরিয়ে দেন। বুধবার, ২৪ এপ্রিল সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চুরি করা পাঁচটি গরু ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় তাদের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করলে ট্রাকের চালকের গ্রামের রাস্তা পরিচিত না হওয়ায় জামুরিয়ার গালা এলাকায় রেখে পালিয়ে যায় তারা।
পরে গ্রামের লেখকজন গরু নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এখন পর্যন্ত পুলিশ গাড়ির মালিকের খোঁজ পায়নি।
ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান জানান, উদ্ধার হওয়া গরুগুলো চুরি করা ছিল। চোরেরা কোথাও থেকে গরু চুরি করে নেওয়ার সময় ধরা পড়ার ভয়ে গাড়ি রেখে পালিয়ে গেছে। পরে স্থানীয় জনতা গরুগুলো নামিয়ে গাড়িতে আগুন দেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।