মির্জাপুরে তৈরি পোশাকের দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই!

দুর্ঘটনা ফিচার মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় আগুনে হাসান’স নামের তৈরি পোশাকের একটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাত ১০টায় উপজেলা সদরের মসজিদ রোডে এ ঘটনা ঘটে। আগুনের কারণে প্রতিষ্ঠানটির ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে।

 

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত নয়টার দিকে দোকানের মালিক হাসান শাহরিয়ার প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সোয়া ১০টার দিকে স্থানীয় লোকজন হঠাৎ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তারা এগিয়ে গিয়ে দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন ও পোড়া গন্ধ পান। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর উদ্যোগ নেন।

সিঙ্গাপুর মার্কেটের হাজী লাইব্রেরির মালিক রুবেল মিয়া বলেন, ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন দোকানের মালিককে খোঁজার চেষ্টা করেন। একইসঙ্গে তারা চেষ্টা করে প্রথমে দোকানের একটি তালা ভাঙতে সক্ষম হন।

খবর পেয়ে মির্জাপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দোকানের শাটারের সঙ্গে লাগানো সব কটি তালা যন্ত্র দিয়ে কেটে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় সদর কলেজ রোড, মসজিদ রোডসহ আশপাশের এলাকায় উৎসাহী জনতার ভিড় পড়ে যায়। প্রায় আধঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরই মধ্যে দোকানের মালামাল পুড়ে যায়।

দোকান মালিক হাসান শাহরিয়ার জানান, ‘ধার-দেনা করে ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছিলাম। আগুনে আমার সব শেষ করে দিয়েছে।’

এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। তিনি ক্ষতিগ্রস্থ দোকান মালিককে সান্ত্বনা দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

ফায়ার সার্ভিসের উপকর্মকর্তা মতিউর রহমান জানান, আগুনের সূত্রপাত নির্ণয় করা যায়নি। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *