নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ-ভারত দুই দেশের দুই শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক নগরী টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো বিশেষ সঙ্গীতানুষ্ঠানে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে শ্রোতা-দর্শক উপভোগ করেন ওই সঙ্গীতানুষ্ঠানে।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে রবীন্দ্র, নজরুল ও আধুনিক গান পরিবেশন করেন ভারতের রবীন্দ্র সঙ্গীত শিল্পী অনন্যা বসাক এবং বাউল গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী পলাশ শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতিকার ও সাংবাদিক উদয় হাকিম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির), টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রবীণ সংগীত শিল্পী এলেন মল্লিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু।
প্রথম পর্বে অনন্যা বসাক পরিবেশন করেন রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত এবং আধুনিক গান। দ্বিতীয় পর্বে পলাশ শীল পরিবেশন করেন কবিয়াল, বাউল ও লালন সাইজীর গান-এর পর টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে শিল্পীদের দেয়া হয় উত্তরীয়, ক্রেস্ট এবং কৃতি সনদ। উত্তরীয় পরিয়ে দেয়া হয় এমপি ছোট মনির, হারুন অর রশিদ, জাফর আহমেদ, নাসির উদ্দিন এবং উদয় হাকিমকে।
টাঙ্গাইল প্রেসক্লাবের সঙ্গীতানুষ্ঠানে জনপ্রতিনিধি, সঙ্গীত অনুরাগী সুধীজন, মানবাধিকার কর্মী, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক নগরী টাঙ্গাইলের সঙ্গীতবোদ্ধারা সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ওই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করে শিল্পী ও আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজনে যন্ত্রসংগীতে ছিলেন টাঙ্গাইলের স্বনামধন্য শিল্পীরা। তবলায় ছিলেন দেলোয়ার হোসেন, হারমোনিয়াম মাস্টার ছিলেন সবুজ বাঙ্গালী, কি বোর্ডে ছিলেন রনি, বাংলা ঢোলকে সুজন বৈরাগী এবং গিটারে ছিলেন শুভ। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।