ঘাটাইলে সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয়ের ৭১ ব্যাচের সতীর্থদের ঈদ পূনর্মিলনী

ঘাটাইল ফিচার শিক্ষা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয়ের ‘৭১ ব্যাচে ভর্তি হওয়া সতীর্থদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

১৪ এপ্রিল, রবিবার ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদ সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে ‘৭১ ব্যাচে ভর্তি হওয়া সতীর্থদের নিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত আকন্দ, অবসরপ্রাপ্ত তৎকালীন শিক্ষক আবুল হাসেম খান (আফরোজ স্যার), মাওলানা আজহারুল ইসলাম ও মোঃ দেলোয়ার হোসেন। ‘৭১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোঃ আব্দুল করিম, মোঃ আব্দুল মতিন মিঞা, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রকিবুল হাসান খান, জেসমিন আরা সিদ্দিকী রেখা, বিলকিস হোসনে আরা মমতাজ, ফিরোজা বেগম, আব্দুল মান্নান খান, আব্দুস সাত্তার খান, শামসুর রহমান সাদ্দাম, ইসমাইল হোসেন, আরশেদ আলী, ফজলুল হক, মোশারফ হোসেন, মুক্তার হোসেন খান, মির্জা মহিউদ্দিন বকুল, আব্দুল জব্বার, নুরুল ইসলাম, ফিরোজ খান, হাফিজউদ্দিন, ফরহাদ খান, মাহবুবুর রহমান মহি, সুজাত আলী, কে এম আশরাফুল ইসলামসহ অন্যান্য সহপাঠীগন।

দীর্ঘদিন পর বিদ্যালয়ের পুনর্মিলনীতে সহপাঠীদের স্মৃতিচারণ, প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের জন্য দোয়া, কবিতা আবৃত্তি, গান, মধ্যাহ্নভোজসহ বিভিন্ন কর্মসূচি সহপাঠীদের আবেগে আপ্লুত করে তোলে। স্মৃতির নিদর্শন স্বরূপ সহপাঠী ও শিক্ষকদের ছবি সম্বলিত ক্রেস্ট উপহার দেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *