ঈদ উল ফিতরের আগের‌ দিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌ক ফাঁকা!

কালিহাতী পরিবেশ ফিচার ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: ঈদ উল ফিতর উপলক্ষে প‌রিবা‌রের সা‌থে ঈদ আনন্দ ভাগাভা‌গি কর‌তে বা‌ড়ি ফিরছে শহরের মানুষজন। ত‌বে ঈদের এক‌দিন আগে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে নেই তেমন কোন প‌রিবহন। দু্ই-তিনটি প‌রিবহ‌ন দেখা গে‌লেও বা‌কি মহাসড়ক ফাঁকা র‌য়ে‌ছে। ফ‌লে কোন ভোগা‌ন্তি ছাড়াই স্ব‌স্তি নি‌য়ে বা‌ড়ি যা‌চ্ছে মানুষজন।

 

 

 

 

বুধবার, ১০ এপ্রিল সকা‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে এমন চিত্র দেখা‌ গে‌ছে। চির‌চেনা এই মহাসড়‌কে প্রতিবছরই ঈদের আগের রা‌তেও ব‌্যাপক মানু‌ষের ভিড় ও যানজট লেগে থাকত। প‌রিবহ‌নের প্রচণ্ড চাপ মহাসড়‌কে থাকায় আইনশৃঙ্খলাবা‌হিনীর সদস‌্যদের মহাসড়‌কের প‌রিবহন চলাচল স্বাভা‌বিক কর‌তে হিমশিম খেতে হতো।

ত‌বে গতকাল মঙ্গলবার দিনের বেলা ভোগা‌ন্তি‌তে পড়েছিল উত্তরব‌ঙ্গের মানু‌ষ। ঘন্টার পর ঘন্টা মহাসড়‌কেই প্রখর রো‌দের ম‌ধ্যে যানজ‌টের কব‌লে প‌ড়ে‌ছিল। মঙ্গলবার সকাল থে‌কে বিকাল পর্যন্ত পরপর দুইবার দুই ঘন্টা ক‌রে প‌শ্চিম টোলপ্লাজায় ঢাকাগামী লেন বন্ধ রাখে কর্তৃপক্ষ। প‌রে বঙ্গবন্ধু সেতু‌র প‌শ্চিম টোলপ্লাজা বন্ধ রে‌খে সেতু‌তে একমুখী ক‌রে উত্তরব‌ঙ্গের দি‌কে প‌রিবহনগু‌লো ছে‌ড়ে দেয়ায় টাঙ্গাইলের মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ ক‌মে‌।

পু‌লিশ কর্মকর্তারা জা‌নান, বুধবা‌রে ঈদ হ‌বে এই টা‌র্গেটে এবং সকল প্রতিষ্ঠান আগেই ছু‌টি হ‌য়ে যাওয়ায় মানুষ আগে থে‌কেই বা‌ড়ি‌তে শুরু ক‌রে‌ছিল। ত‌বে মঙ্গলবার গা‌র্মেন্টসের লোকজনসহ অন‌্যান‌্যরা এক সা‌থে রওনা হওয়ায় মহাসড়কে চাপ বে‌ড়ে‌ছিল। ত‌বে আজ‌কে তেমন মানুষ বা‌ড়ি যাওয়ার নেই। যারা যাওয়ার তারা চ‌লে গে‌ছে। ফ‌লে মহাসড়‌কে তেমন প‌রিবহন নেই।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের রাবনা বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু গোল চত্ত্বর এলাকায় তেমন প‌রিবহন উত্তরব‌ঙ্গের দি‌কে যে‌তে দেখা যায়‌নি। দুই-‌তিনটা ক‌রে প‌রিবহন গ‌তি‌ নি‌য়ে চলাচল কর‌ছে। এছাড়া মহাসড়‌কে তেমন কোন যাত্রীও নেই। ত‌বে কিছু মানুষজন বাস না পে‌য়ে খোলা ট্রা‌ক বা পিকআপে এখনও চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ জানান, মহাসড়‌কে তেমন প‌রিবহন নেই। আর সকল পরিবহনগু‌লো স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *