অসুস্থ সাংবাদিক রবিনের চিকিৎসায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চিকিৎসা সহায়তা

টাঙ্গাইল সদর ফিচার সংগঠন

নিজস্ব প্রতিবেদক: মরণব্যাধি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত ইংরেজি দৈনিক দ্যা ডেইলি পোস্ট পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি রবিন তালুকদারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট।

বুধবার, ৩ এপ্রিল সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে সংগঠনের কার্যালয়ে অসুস্থ রবিন তালুকদারের চিকিৎসার্থে তার হাতে সহায়তার অর্থ তুলে দেন বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা।

এ সময় টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি হাজী মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী জিয়াদ সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শাহ্ জনি, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, কাজী নুসরাত ইয়াসমিন, শিউলি খান সনি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান, টাঙ্গাইল জেলা ইউনিট-এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ বলেন, ‘এই সামান্য পরিমাণ আর্থিক সহযোগিতা ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসার তুলনায় অপ্রতুল। বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক রবিন তালুকদারের ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার বহনের সুবিধার্থে সমাজের হৃদয়বান সকলকে এগিয়ে আসতে হবে।’

অসুস্থ সাংবাদিক রবিন জানান, নিজের জমানো টাকা ও স্বজনদের সহয়তায় এখন চিকিৎসা চলছে। দুটি রেডিও থেরাপি ইমপালস ক্যান্সার হাসপাতালে দেওয়া হয়েছে। আরও পাঁচ থেকে ছায়টি রেডিও থেরাপি লাগবে। এত টাকা ব্যয় করার সামর্থ তার বা পরিবারের নেই। তাই তিনি সবার কাছে সহযোগিতা কামনা করছেন। রবিন তালুকদারকে বিকাশ ও নগদে সহায়তা পাঠানোর নম্বর- ০১৭৫২৩০৭৭৯৫ (বিকাশ পার্সোনাল) এবং ০১৭৫২৩০৭৭৯৫ (নগদ পার্সোনাল)।

উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক রবিন তালুকদার টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কালাম তালুকদারের ছেলে। চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বাসায় অবস্থান করে নিয়মিত ওষুধ সেবন করছেন। তার চিকিৎসার জন্য পাঁচ থেকে সাত লাখ টাকা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *