ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ৪টি মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র ৬০ শিক্ষার্থীকে বিনামূল্যে কুরআন শরীফ উপহার দেওয়া হয়েছে। একইসঙ্গে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার, একটি মসজিদে মাইক সেটসহ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার, ২৯ মার্চ বিকালে স্থানীয় সেচ্ছাসেবী সেবামূলক সংগঠন ‘যমুনাপাড়ের জনগণ’র উদ্যোগে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান এসব বিতরণ করা হয়।
এ সময় যমুনাপাড়ের জনগণের প্রতিষ্ঠাতা এডভোকেট মাহমুদুল হাসান দিলশাদের সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহবায়ক রাজিব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যমুনাপাড়ের জনগণের এডমিন মনিরুজ্জান কাইয়ুম ও আল আমিন সানি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, বিশেষ অতিথি ছিলেন মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, গাবসারার সমাজসেবক দেলোয়ার হোসেন, বামনহাটা বাজার বণিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন, মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত প্রমুখ।
২০২২ সালে ৫ আগস্ট ‘আর্তমানবতার সেবায় নিয়োজিত’ এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন যমুনাপাড়ের জনগণ নামে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে সংগঠনটি সামাজিক কর্মকান্ডে ইতোমধ্যে নানা মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।