কালিহাতীতে মহাসড়কে লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কালিহাতী দুর্ঘটনা ফিচার

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে থাকা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি গাড়িতেই আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে কাভার্ড ভ্যানের চালক মারা যান। নিহত চালক আব্দুর রহিম (৩০) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মনছের আলীর ছেলে।

 

 

 

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন।

বঙ্গবন্ধু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ঢাকাগামী কাভার্ড ভ্যানটির সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী জামাল অ্যান্ড ব্রাদাস নামের লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী কনটেইনারবাহী একটি লরি রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হন দু’জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *