টাঙ্গাইলে ইন্টার্ন চিকিৎসকদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালিত

টাঙ্গাইল সদর ফিচার সংগঠন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ইন্টার্ন চিকিৎসকদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

 

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার মো. সাকিবুল আলম। তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবিগুলো হলো- ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীতকরণ এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসক পরিষদ, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে তারা টাঙ্গাইল প্রেসক্লাব ভবনের সামনে এক মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. অরূপ কুমার পাল ও সাধারণ সম্পাদক ডা. সাকিবুল আলমসহ ইন্টার্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইলে ৫৫ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। সারা দেশে ইন্টার্ন চিকিৎসকরা দুই দফা দাবিতে গত ২৩ মার্চ থেকে কর্মবিরতি পালন করে আসছেন। দেশের ৩০টি সরকারি বেসরকারি মেডিক্যালের ৩ হাজারের বেশি চিকিৎসক এ আন্দোলন করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *