
মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী কর্তৃক ইফতার মাহফিল, কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ মার্চ, মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার ড. মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্টার ড. তৌহিদুল ইসলাম, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদেকীন, প্রফেসর ড. আজিজুল হক, প্রফেসর ড. পিনাকী দে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক সামসুল আলম শিবলী প্রমুখ।
রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট আসাদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ালিউল্লাহ এবং বঙ্গবন্ধু হলের ইমাম মাওলানা মহিউদ্দিন মল্লিক।
প্রোগ্রামের সার্বিক সহযোগিতা করেন রোটারি ক্লাব অফ টাঙ্গাইল-এর কমিটি চেয়ার মোঃ মেসবাহ উদ্দীন। আসফুরুন জান্নাহ নামে পরিচালিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকতা-কর্মচারীসহ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি সবার জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।