টাঙ্গাইলে মি. কাট নামে সেলুন উদ্বোধন করলেন চিত্রনায়ক জায়েদ খান

টাঙ্গাইল সদর ফিচার বিনোদন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মি. কাট নামে সেলুন উদ্বোধন করলেন নানা কারণে আলোচিত ও সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। মডেল ও উপস্থাপিকা ইসরাত পায়েলের ডাকে সাড়া দিয়ে মি. কাট নামের সেলুনের ফিতা কাটেন তিনি।

 

 

রবিবার, ২৪ মার্চ হেলিকপ্টারে চড়ে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় হাজির হন জায়েদ খান। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরাত পায়েলসহ অভিনেতা ডি এ তায়েব।

সেলুন উদ্বোধন শেষে জায়েদ খান সাংবাদিকদের বলেন. ‘ইসরাত পায়েল আমার বোনের মতো। সে অনেকদিন ধরেই বলছিল টাঙ্গাইলে আসার কথা। সে কারণেই আসলাম। এখানে এত মানুষের উপস্থিতি দেখলাম যেটা চোখে পড়ার মতো। রোজা না হলে হয়তো এখানে ঢুকতেই পারতাম না মানুষের ভিড়ের কারণে।’

জায়েদ খান আরো বলেন, ‘আমি টাঙ্গাইলে আসার খবরে অনেক মেয়ে আমাকে মেসেজ করেছে। তারা বলেছে, রোজার কারণে হয়তো আসতে পারব না। তাই আপনাকে দেখার ইচ্ছেটা অপূর্ণ থেকে গেল।’

জায়েদ খান বলেন, ‘এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। টাঙ্গাইলের মানুষের ভালোবাসায় মুগ্ধ। সুযোগ পেলে বার বার এখানে আসতে চাই। এখানে আমাকে অতিথি করার জন্য আয়োজকদের ধন্যবাদ। এমন একটি উন্নত মানের সেলুন করায় রুচিশীল মানুষ এখানে বসেই ঢাকার মতো সেবা নিতে পারবেন বলে আমি আশাবাদী।’

উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। বর্তমানে সিনেমার প্রচারণাতেই ব্যস্ত সময় পার করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *