উত্তর টাঙ্গাইলে নূরানী স্কলারশীপ পুরস্কার পেলেন ৪১৫ মেধাবী শিশু শিক্ষার্থী

ফিচার ভূঞাপুর শিক্ষা সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ৪১৫ জন মেধাবী নূরানী শিশু শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সনদ, সম্মাননা স্মারক ক্রেস্ট ও ইসলামিক বই বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ৫০ জন কৃতি শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার প্রদান করা হয়।

 

 

 

রবিবার, ১০ মার্চ সকালে উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে ভূঞাপুর উপজেলার মাদারিয়া ইমান আলী বাইতুল কোরআন বালক-বালিকা মাদরাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাহদী হাসান শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা নোটারি ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ঝন্টু। এ সময় উপস্থিত ছিলেন ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুলু, প্রতিদিনের টাঙ্গাইল সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর দারুল উলুম আসাদুজ্জামান খাঁন হাফেজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মাহফুজুর রহমান, ভূঞাপুর বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি শহিদুল ইসলাম, ঘাটাইল শাহপুর তাহেরিয়া দারুল সুন্নাহ মাদরাসার মোহতামিম মুফতি আব্দুর রশিদ, গোপালপুর উপজেলার নলিন দারুস সালাম কওমী মাদরাসার মোহতামিম মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৬ সালে টাঙ্গাইলের ভূঞাপুর, গোপালপুর, ঘাটাইল, ধনবাড়ী, মধুপুর ও কালিহাতী ৬টি উপজেলার ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশন গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *