সারা দেশে সোলার প্যানেল সেট ছড়িয়ে দেওয়া হচ্ছে: ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী

অর্থনীতি জাতীয় নাগরপুর ফিচার

নাগরপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সোলার সিস্টেমের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দিনের বেলায় সূর্যের আলো বেশি থাকে আর কৃষক দিনের বেলায় চাষাবাদ করে। এ কারণে ওই সোলার প্যানেলের মাধ্যমে কৃষক সহজে চাষাবাদ করতে পারছেন। খরচ সাশ্রয়ের পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি পূরণ হচ্ছে।

 

 

 

শনিবার, ৯ মার্চ দুপুরে নাগরপুরের ধুবড়িয়ায় সোলার ইরিগেশন পাম্প পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, জ্বালানি বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। বিশ্বে এমন কিছু ঘটনা ঘটছে, যার কারণে আমাদের আমদানি পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হচ্ছে। যেমন ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা দেশগুলো তাদের স্বার্থে যুদ্ধ লাগিয়েছে। ওই যুদ্ধের কারণে জ্বালানি আমদানি করতে হাজার হাজার কোটি টাকা আমাদের বেশি গুনতে হচ্ছে।

উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি নাগরপুর জোনালের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা প্রশাসন এবং টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি নাগরপুর জোনালের যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা গোলাম মাসুম প্রধান।

নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম রায়হান আকতার, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য আব্দুর রউফ, বিদ্যুৎ বিভাগের পরিচালক (অপারেশনাল পারফর্মেন্স) সাজিবুল হক, জ্বালানি উপদেষ্টার উপসচিব মুকতাদির আজিজ, উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এনামুল হক প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *