পবিত্র রমজানে পণ্যমূল্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে

আইন আদালত টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেছেন টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিকদার শাহীনুর আলম।

 

 

 

বুধবার, ৬ মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা ওই মন্তব্য করেন।

টাঙ্গাইল কনজুমারস অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জু রাণী প্রামাণিকের সভাপতিত্বে টাঙ্গাইলের বাজার পরিস্থিতি ও খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিকদার শাহীনুর আলম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কনজুমারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, কৃষি বিপণন কর্মকর্তা ফারজানা আক্তার এবং শহরের সবচেয়ে বড় পার্ক বাজার সমিতির সভাপতিসহ বিভিন্ন বাজার সমিতির সভাপতি-সম্পাদকরা।

সভায় কনজুমারস অ্যাসোনিয়েশনের নেতৃবৃন্দরা বলেন, জেলার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষজন ভালো নেই। বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছুঁঁয়েছে। সীমিত আয়ের মানুষের সংসার চালানো দায় হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পবিত্র রমজানে দ্রব্যমূল্য অবশ্যই সহনশীল পর্যায়ে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *