নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি ঘারিন্দা স্টেশনে নিয়ে যাওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ওই কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর জেলার বাসাইল উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় ট্রেনটি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এই সময়ে ঘারিন্দা রেল স্টেশন, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন, মহেড়াসহ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে যায়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
টাঙ্গাইল কমিউটার ট্রেনের পরিচালক মুহাম্মদ ওমর আলী বলেন, সকাল ৭টা ২০ মিনিটের দিকে ট্রেনটি বিকল হওয়ার ফলে সব ট্রেন যাতায়াত বন্ধ হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেন আসার পর বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে টেনে নেওয়া হয়। এরপর এ সড়কে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন রেলপথ স্বাভাবিক রয়েছে।