মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে চক্ষু শিবির ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ফিচার মির্জাপুর স্বাস্থ্য

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের আয়োজনে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়েরাবেতীল উচ্চ বিদ্যালয়ে বুধবার চক্ষু শিবির ও চক্ষু রোগীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত চক্ষু শিবিরে প্রত্যন্ত এলাকার বিভিন্ন বয়সের চক্ষু রোগীরা বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা গ্রহন করেন।

 

 

 

২৮ ফেব্রুয়ারি, বুধবার সকাল ৮টা হইতে বিকাল ৫টা পর্যন্ত এ শিবিরে রোগী দেখেন কুমুদিনী হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারগন এবং হাসপাতালের বেশ কিছু সংখ্যক অভিজ্ঞ সেবিকা রোগীদের সার্বিক সেবা প্রদানের দায়িত্বে ছিলেন।

এ সময় উক্ত চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক দানবীর রাজীব প্রসাদ সাহা। তিনি রোগী এবং স্হানীয়দের সাথে মতবিনিময়কালে বলেন, আমরা স্বাস্থ্যসেবা প্রত্যন্ত এলাকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কেরালা, ইন্ডিয়া প্রতিনিধি ডা. সুরেশ কুমার, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, ফাউন্ডার চেয়ারম্যান পেলিয়াটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ প্রফেসর ডা. নিজাম উদ্দিন, পেলিয়াটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সদস্য সারা আহমেদ, শাহীরা সুলতানা ও সানজিদা শাহরিয়ার এবং এ শিবিরে উপস্থিত ছিলেন বাঁশতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু সুনীল সারথি বর্মন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।

স্থানীয় রোগীরা জানান, আমরা প্রত্যন্ত এলাকার মানুষ। স্বাস্থ্যসেবা হাতের কাছে পেয়ে সত্যিই আমরা আনন্দিত। রোগীরা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এলাকার জনসাধারণের কথা মাথায় রেখে সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন উক্ত চক্ষু শিবিরে হাসপাতালের সকলকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ প্রসঙ্গে আতিকুর রহমান মিল্টন বলেন, কুমুদিনী হাসপাতালের জন্য আমরা গর্বিত, কুমুদিনী হাসপাতালের জন্য আমাদের মির্জাপুর বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *