দেলদুয়ারে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দিলো ইমপ্রুভ শিক্ষা পরিবার

দেলদুয়ার ফিচার শিক্ষা

দেলদুয়ার প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ বাড়াতে রক্তদাতাদের সম্মাননা দিয়েছে ইমপ্রুভ শিক্ষা পরিবার নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার সকালে দেলদুয়ার উপজেলার পাথরাইলে আই. ই. এফ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইমপ্রুভ চাইল্ড কেয়ার স্কুলের বার্ষিক দোআ মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

 

 

 

জেলার বিভিন্ন এলাকার ২০জন স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায় প্রতিষ্ঠানটি। স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন রক্তদাতারা। সম্মাননাপ্রাপ্ত অধিকাংশ রক্তদাতাই ২০ থেকে ২৮বার পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান করেছেন।

অনুষ্ঠানের শুরুতেই দেশ ও জাতির কল্যাণে দোআ করা হয়। এরপর ডিসপ্লে প্রদর্শন, স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা , ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী উপস্থাপক সাবিহা আক্তার বাংলায় ও আব্দুল্লাহ আল মামুন ইংরেজি ভাষায় উপস্থাপনা করে অতিথিদের মুগ্ধ করে।

ইমপ্রুভ চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমাজ সেবা অফিসার এসএম হাসান, পাথরাইল ইউনিয়নের চেয়ারম্যান রামপ্রসাদ সরকার, সাবেক ইউপি চেয়াম্যান আব্দুল আজিজ চাঁন খা ও দেওজান সমাজকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন স্বেচ্ছায় রক্তদাতাদের অতিথি করায় বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ ব্যতিক্রমী অনুষ্ঠানটি উপভোগ করতে আসেন।

ইমপ্রুভ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম জানান, দেশে প্রতি বছর ৯ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন। এর মধ্যে বিভিন্নভাবে ৬ লাখ ব্যাগ রক্তের ব্যবস্থা হয়। প্রতিবছর দেশে ৩ লাখ ব্যাগ রক্তের ঘাটতি থাকে। রক্তের বড় জোগান দিয়ে থাকেন স্বেচ্ছায় রক্ত দেয়া স্বেচ্ছাসেবীরা। রক্ত দেয়ার পর অনেকেই এসব রক্তদাতাদের খোঁজ রাখেন না। রক্তদাতাদের সম্মান জানাতে ও সাধারণ মানুষের মাঝে রক্তদানে উৎসাহ বাড়াতে আমরা রক্তদাতাদের সম্মাননার আয়োজন করেছি।

তিনি আরও বলেন, ইমপ্রুভ শিক্ষা পরিবার শিক্ষা সেবার পাশাপাশি প্রতিবছর ভিন্ন ভিন্ন পেশার মানুষদেরকে সম্মাননা দিয়ে আসছে। এরআগে বীর মুক্তিযোদ্ধা, সফল পিতা-মাতা, সফল প্রবাসী ও কৃষকদের সম্মাননা দিয়েছে। আগামীতেও আমাদের এমন ব্যতিক্রমী প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *