কালিহাতীতে বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

কালিহাতী ফিচার শিক্ষা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গণে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফরহাদ আলী। বিশিষ্ট সমাজসেবক সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম-সচিব মৃদুল কান্তি ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ফাহমিদা রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আজিজুল হোসাইন সাঈদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক খন্দকার ফারহানা রহমান সোমা প্রমুখ।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। অনুষ্ঠানের এক পর্যায়ে মরণোত্তর, প্রাক্তন শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের জন্য বিশেষ অবদান রাখার জন্য ৩৭ জনকে সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ফাহমিদা রহমান বলেন, এই প্রথমবারের মতো বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বর্তমানে এ বিদ্যালয়ে ২৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *