টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত অমর একুশে বইমেলার সমাপ্তি

টাঙ্গাইল সদর দিবস ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচদিন ব্যাপী অমর একুশে বইমেলা সমাপ্ত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের অয়োজনে শহিদ স্মৃতি পৌর উদ্যানে পাঁচদিনব্যাপী অমর একুশে বইমেলার বুধবার, ২১ ফেব্রুয়ারী সমাপ্ত হয়।

 

 

 

সন্ধ্যায় বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান রহমান খান ফারুক। জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

উল্লেখ্য, শনিবার (১৭ ফেব্রুয়ারী) হতে এই বই মেলা শুরু হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই বই মেলার উদ্বোধন করে মেলার স্টল পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ৮টা পর্যন্ত চলে এই বই মেলা। বইমেলার পাশাপাশি পৌর উদ্যানের মুক্তমঞ্চে প্রতিদিন শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপ্তির দিন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানের বই মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা, সরকারী/বেসরকারী লাইব্রেরী, জেলা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ৫৫ টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ ও শিশুতোষ বইসহ হাজারো বইয়ের সমারোহ ঘটে এবং বই বিক্রি হয়। এছাড়া খাদ্যসামগ্রী ও ব্যবহার্য্য দ্রব্যের স্টলেও ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে এই মেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *