টাঙ্গাইলে বি. বি বালিকা বিদ্যালয় পুকুরপাড় রোডে ভবন নির্মাণের নামে মৃত্যুফাঁদ!

টাঙ্গাইল সদর দুর্ঘটনা ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বহুতল ভবন। কিন্তু অধিকাংশ ভবন নির্মাণে নিরাপত্তার কোন বালাই নেই। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বি. বি বালিকা বিদ্যালয় পুকুরপাড় রোডে ভবন নির্মাণের নামে মৃত্যুফাঁদ পরিণত হয়েছে।

 

 

 

জানা যায়, টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী গার্লস স্কুল পুকুরপাড় রোডে তৈরি হচ্ছে একটি বহুতল ভবন। যেখানে নির্মাণ কাজে নেই কোন নিরাপত্তা ব্যবস্থা। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত ২০২৩ খ্রি. ডিসেম্বর মাসে একজনের মৃত্যু হলে টাকার বিনিময়ে ঘটনার মীমাংসা করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও একাধিক মানুষের ওপরে ফেলেছে ইট, কাঠ, বাঁশ, রড, সিমেন্ট নির্মাণ সামগ্রী। তবু টনক নড়েনি ভবন কর্তৃপক্ষের। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে মানুষের নিরাপত্তার কথা চিন্তা না করেই কাজ চলছে ভবনটির।

টাঙ্গাইলের চিত্রশিল্পী রাজন বলেন, আমি ভবনটির পাশের স্কুলের দেয়ালে ছবি আঁকছিলাম। এসময় আমার ওপরে একটি ইট পরে। একটুর জন্য আমি প্রাণে বেঁচে যাই।

পাশের ভবন নওশাদ রানা সানভী পরিচালিত শিশুদের স্কুল। পরিচালক নওশাদ রানা সানভী বলেন, নির্মাণ সামগ্রী ফেলে নিয়মিত অত্যাচার করছে ভবনটি থেকে। শিশু ও অভিভাবকদের ওপরেও নির্মাণ সামগ্রী ফেলে বারবার। অভিযোগ জানালেও তোয়াক্কা করেন না। এছাড়া স্কুল ভবনের মালিকের স্ত্রীর ওপরেও রড পড়েছে ও নির্মাণ সামগ্রী ফেলে স্কুলের জানালাও ভেঙেছে একাধিকবার।

এ প্রসঙ্গে ভবনটির সাইট ইঞ্জিনিয়ার আবুল কালাম বলেন, শ্রমিকের গাফিলতিতে এ ধরনের ঘটনা ঘটেছে। শ্রমিক পরির্বতন করে কাজ করব। আজ কাজ বন্ধ করে দিয়েছি।

ভবনের মালিক পক্ষ শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল খালেক বলেন, সেপ্টি দেয়া আছে। আরো সতর্ক ব্যবস্থা নেয়া হবে। এর আগে শ্রমিক মারা গিয়েছে, ওটা তাদের ভুলের কারনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *