মির্জাপুরে নদী তীরের মাটি লুট: রাতভর অভিযানে ১২ জনকে জরিমানা

আইন আদালত ফিচার মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় নদীর তীরে মাটিকাটা বন্ধে রাতভর ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযান চালিয়ে ১২ ব্যক্তিকে আটক করেছে। উপজেলার গোড়াই, আজগানা, তরফপুর, লতিফপুর, বাঁশতৈল, ভাদগ্রাম ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

 

১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এই দন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, তন্ময় রাজবংশী, মোঃ স্বপন মিয়া, মোঃ জামাল মিয়া, মোঃ আলী আকবর, মোঃ শুভ, মোঃ আরিফ খান, মোঃ আপন, হৃদয় হোসেন, সাইফুল ইসলাম, সুমন মল্লিক, শাহ্ আলম ও ইয়াছিন সিকদার।

জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাটি ব্যবসায়ীরা নদীর তীর, পাহাড়ের টিলা, ফসলী জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। অবৈধভাবে মাটি ব্যবসায়ীদের বেপরোয়া মাটি কাটা বন্ধে মঙ্গলবার রাতভর উপজেলার গোড়াই, আজগানা, তরফপুর, লতিফপুর, বাঁশতৈল, ভাদগ্রাম ও পৌর এলাকার বংশাই নদীর তীর এবং পাহাড়ী অঞ্চলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার দায়ে ১২ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যহত থাকবে।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *