ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণার মাধ্যমে মেয়াদউত্তীর্ণ ইনজেকশন ব্যবহার, ক্লিনিকে এক্স-রে মেশিনের অনুমতি না থাকা ও লাইসেন্স হালনাগাত না করার অভিযোগে মা ক্লিনিক এন্ড হাসপাতালকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার, ২৯ জানুয়ারি দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের আওতায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, মেয়াদউত্তীর্ণ ইনজেকশন ব্যবহার, এক্স-রে মেশিনের অনুমতি না থাকা ও লাইসেন্স হালনাগাত না করার অভিযোগে ভূঞাপুর বাজারের মা ক্লিনিক এন্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, তদারকিমূলক অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারী পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।