টাঙ্গাইলে শিশু সাংবাদিকতায় হ্যালোর দিনব্যাপী ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর ফিচার মিডিয়া

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক সাদিক ইভান। পরে তিনি পুরোনো প্রশিক্ষিত ১০ শিশু সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি মোল্লা তোফাজ্জল।

কর্মশালায় পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর শিশু সাংবাদিকদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তাগিদ দিয়ে বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে দেশ, জাতি ও দেশের মানুষদেরকে ভালো রাখা। তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা। শিশুদের সমস্যাগুলো শিশুরা যেভাবে উপলব্ধি করবে অন্যরা তা পারবে না। শিশুদেরকে নিয়ে এধরনের কর্মশালার আয়োজন করায় হ্যালো বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধন্যবান জানান মেয়র।

কর্মশালার প্রশিক্ষক সাদিক ইভান অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় হাতেকলমে প্রশিক্ষণ দেন।

এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত একই বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালায় টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে ১০ জন শিশুকে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *