সুলতান কবির: দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধে টাঙ্গাইল জেলা মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মল্লিককে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৬ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন ওই মুক্তিযোদ্ধার ছোট ভাই মজিবর রহমান মল্লিক।
অভিযুক্তরা হলেন, দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামের মৃত মান্নান মল্লিকের ছেলে রাজ্জাক মল্লিক লুটাস, সোরহাব উদ্দিনের ছেলে নাছির উদ্দিন দুলু, রফিকুল ইসলাম। হারুন আল মামুনের ছেলে মোঃ রাসেদ আলী। মৃত নাজিম উদ্দিনের ছেলে মিল্টন মল্লিক। মনি মাষ্টারের ছেলে শিল্পি। সোমবার দুপুরে উপজেলার আটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার গজিয়াবাড়ী মৌজায় ৩৮৭ দাগে ৮৭ শতাংশের কাতে ৪৩.৫০ শতাংশ ভূমি নিয়ে ১নং বিবাদীর সাথে বাদীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। উক্ত ভূমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। মামলার প্রেক্ষিতে গত সোমবার দুপুরে দেলদুয়ার উপজেলা ভূমি অফিস থেকে তদন্ত যায়। দুইপক্ষের উপস্থিতির একপর্যায়ে বিবাদী লুটাস বাদিকে মারতে যায়। বাদীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মল্লিক বাঁধা দিতে গেলে বিবাদীরা তাকে মারধর করে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর টাঙ্গাইল জেলা ইউনিটের কমান্ডার ফজলুল হক মল্লিক জানান, তার ছোট ভাইয়ের সাথে বিবাদীদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়। মামলার প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ভূমিটি পরিমাপ করতে আসে। সার্ভেয়ার উভয়পক্ষের কাগজপত্র দেখাকালে বিবাদীরা তার ছোট ভাইকে মারতে আসে। তিনি ফিরাতে গেলে বিাবাদীরা তার উপর চড়াও হয়ে মারপিট করে।
দেলদুয়ার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ হযরত আলী জানান, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) প্রশান্ত বৈদ্যর নির্দেশে তদন্ত যাই। দুইপক্ষের কাগজপত্র দেখাকালে উভয়পক্ষের মধ্যে বিতন্ডা ও উত্তপ্ত হয়। একপর্যায়ে বিবাদীরা বাদীকে মারতে গেলে বাদীর বড়ভাই বীর মুক্তিযোদ্ধা ফজলুল বাঁধা দিতে গেলে তাকে মারপিট করা হয়। পরে আমরা চলে আসি।
এ বিষয়ে অভিযুক্ত রাজ্জাক মল্লিক লুটাস মল্লিকের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, তিনি এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।