টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

কালিহাতী টাঙ্গাইল সদর দুর্ঘটনা ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার, ২৪ জানুয়ারি এসব দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

 

 

নিহত সেনা সদস্যের নাম ফখরুল ইসলাম (২০)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। অপরজন জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আবুল কালাম (৪২)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করেন।

তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্টে যোগদানের জন্য যাচ্ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অন্যদিকে, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। নিহত খন্দকার আবুল কালাম (৪২) দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর দুর্ঘটনায় আবুল কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *