ঘাটাইলে ৪শত ৫০টি পরিবারের মাঝে খাদ্য, শিক্ষা ও শীতকালীন স্বাস্থ্য উপকরণ বিতরণ

ঘাটাইল ফিচার সংগঠন

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগের ৪ শত ৫০টি পরিবারের মাঝে খাদ্য, শিক্ষা ও শীতকালীন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

 

 

 

বুধবার, ২৪ জানুয়ারী বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ করা হয়।

গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ইজরাত জাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উইজডম ভ্যালীর পরিচালক মোঃ কামাল হোসেন, গুড নেইবারস ঘাটাইল সিডিপির মেডিকেল অফিসার ডা. মোঃ আরিফুল ইসলাম প্রমুখসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা ৪শত ৫০ জন পরিবারের মাঝে গুড়া দুধ ১ কেজি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, চিনি ১ কেজি, বডি লোশন ১পিস, পেট্রোলিয়াম জেলি ১ পিস, সাবান ১ পিস, টিফিন বক্স ১ টি, ওয়াটার পট ১টি বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *