সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের ৪ বারের এমপি প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহানের ১০ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
২০ জানুয়ারি, শনিবার দিনের কর্মসূচি হিসেবে সকাল ১১টার দিকে প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সখীপুর উপজেলা আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদক, বাসাইলের নেতৃবৃন্দ, সরকারি -আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সখীপুরের সর্বস্তরের লোকজন। মরহুম শওকত মোমেন শাজাহানের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় সখীপুর আবাসিক মহিলা কলেজের মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন দুইবারের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। এসময় বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাপরিচালক শওকত আলী, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সখীপুর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হোসেন পাটওয়ারী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীব, অধ্যক্ষ ড. ছদর উদ্দিন আহমেদ, সখীপুর থানার অফিসার্স ইনচার্জ শেখ শাহিনুর রহমান, অধ্যক্ষ এমএ রউফ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, চারবারের এই সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, মুজিব কলেজ পুনঃ প্রতিষ্ঠা ও সরকারি করণ, সূর্য তরুণ শিক্ষাঙ্গন এবং সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজ (কলেজ অংশ) প্রতিষ্ঠাতা, সখীপুর পাবলিক লাইব্রেরি সখীপুর কেন্দ্রীয় শহীদ মিনার, সখীপুরের প্রাণকেন্দ্রে মুক্তার ফোয়ারা চত্বর, সখীপুর বঙ্গবন্ধু মোরাল, বাসাইল-সখীপুরের যোগাযোগ ব্যবস্থাসহ স্কুল, কলেজ, মাদ্রাসা মসজিদ, মন্দির উন্নতকরণে অনন্য অবদান রাখেন। এছাড়া তিনি সাহিত্য -সংস্কৃতি ও ক্রীড়ায় অসাধারণ ভূমিকা পালন করেন।
বর্ষীয়াণ এই নেতা ২০১৪ সালের ২০ জানুয়ারি পরলোক গমন করেন। সখীপুরে তার প্রিয় আবাসিক মহিলা কলেজ ক্যাম্পাস মাঠে সমাহিত করা হয়। এক কথায় শওকত মোমেন শাজাহান ছিলেন আধুনিক বাসাইল-সখীপুরের উন্নয়নের রুপকার।