টাঙ্গাইলে প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে হুইল চেয়ার, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান

টাঙ্গাইল সদর পরিবেশ ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে হুইল চেয়ার, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। মানবতার কল্যাণে অগ্রগামী সেচ্ছাসেবী সংগঠন মানুষের কল্যাণে মানুষ-এর উদ্যোগে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

১৬ জানুয়ারি, মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রাশেদ খান মেনন (রাসেল)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রি অফিসার আসাদুজ্জামান, জেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার মিলি, উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম খান, শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু, সদস্য মোঃ ফরহাদ আলী, শিউলীসহ অন্যান্য সুধীজন।

মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। এই ভালো লাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের অভিভাবক আমার শ্বশুর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব ও স্বামী সুমন খান মাহবুব-এর কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *