সখিপুরে বস্তা ও স্কুল ব্যাগে ৪০ কেজি গাঁজা: আটক ৪ নারী

অপরাধ আইন আদালত ফিচার সখিপুর

সখিপুর প্রতিনিধি: সখিপুর উপজেলায় বস্তা ভর্তি এক মণ গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ র‌য়ে‌ছে।

 

 

 

শনিবার, ১৩ জানুয়া‌রি দুপুরে উপজেলার কচুয়া বাজারের মোহাম্মদ আলীর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের দশানী এলাকার ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা (৪৬), নরসিংদীর করিমপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), শরীয়তপুরের নাড়িয়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ (২৮)।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, মাসখা‌নেক আগে দুই নারী কচুয়া বাজারে মোহাম্মদ আলীর বাসাটি ভাড়া নেন। দুই দিন আগে পিকআপে করে গাঁজা ভর্তি একটি বস্তা ও কয়েকটি ব্যাগ ওই বাসায় নিয়ে আসে তারা। প‌রে অভিযান চা‌লি‌য়ে বস্তা ও তিনটি স্কুল ব্যাগে এক মণ (৪০ কেজি) গাঁজা উদ্ধার করা হ‌য়ে‌ছে।

তি‌নি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালা‌নো হয়। এই ঘটনায় গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। রোববার সকালে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *