টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আস‌নে স্বতন্ত্র প্রার্থী ঠান্ডুর ভোট বর্জন

গোপালপুর ফিচার রাজনীতি

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আস‌নের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ভোট বর্জনের ঘোষণা দি‌য়ে‌ছেন। তিনি জাল ভোট, এজেন্ট‌দের মারধরসহ বি‌ভিন্ন অভিযোগ এনে এই ঘোষণা দেন।

 

 

র‌বিবার, ৭ জানুয়ারি দুপু‌রে গোপালপুর উপ‌জেলার ঝাওয়াইল বাজারে নিজের নির্বাচন অফিসে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ সময় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোটমনিরের কর্মী-সমর্থকরা ঈগল প্রতীকের কর্মীদের ব্যাপক মারধর করেছে। ঈগলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। অনেকের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বহু কর্মীকে আহত করেছে। স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি।

টাঙ্গাইল জেলার পু‌লিশ সুপার‌কে বারবার ফোন কর‌লেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রে‌ননি বলে অভিযোগ করেছেন এ স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *