
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দুটি দরজায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ছয়টার দিকে টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। আগুনে ভবনটির একটি দরজা পুরোপুরি এবং অপর একটি দরজা আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী মাজেদুর রহমান জানান, রাতে তিনি বিদ্যালয়ের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় থাকেন। শনিবার ভোর পৌনে ৬টার দিকে স্থানীয় জনৈক মুরব্বির ডাকে তিনি দৌঁড়ে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিদ্যালয়ের শিক্ষকদের খবর দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান, শনিবার সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিসংযোগের খবর জানায়। তিনি বিদ্যালয়ে গিয়ে দেখতে পান- আগুনে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দুটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
