ভূঞাপুরে শ্রেণিকক্ষে স্ট্রোক করে শিক্ষিকার মৃত্যু

দুর্ঘটনা ফিচার ভূঞাপুর শিক্ষা

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় শ্রেণিকক্ষে স্ট্রোক করে মারা গেছেন মোছা. রিনা আক্তার (৩৮) নামে একজন সহকারী শিক্ষিকা। উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানকালে তিনি মৃত্যুবরণ করেন।

 

 

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মৃত্যুবরণ করেন তিনি। রিনা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মোঃ মিজানুর রহমানের স্ত্রী ও অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ চেয়ার থেকে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালনের কথা ছিল বলে প্রধান শিক্ষক জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ক্লাস চলাকালীন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরে তার সহকর্মী ও স্বজনরা তার মৃতদেহ বাসায় নিয়ে যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *