কালিহাতী প্রতিনিধি: সাবেক মন্ত্রী সাবেক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, কালিহাতীর মানুষের ভালোবাসার প্রতিদান দিতে নির্বাচনে এসেছি। এ ভালোবাসা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতি ভালোবাসা। এ ভালোবাসা মহান স্বাধীনতার যুদ্ধে শহিদদের প্রতি ভালবাসা। আমি ভালোবাসা নিয়ে এসেছি, অস্ত্র ও ঘুস নিয়ে আসিনি।
রবিবার, ৩১ ডিসেম্বর বিকালে কালিহাতী উপজেলার বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আবদুল লতিফ সিদ্দিকীর ট্রাক প্রতীকে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমার ৬৫ বছরের রাজনৈতিকে কিছু ষড়যন্ত্রকারীরা কলঙ্কিত করে দিয়েছে। মানুষ আমাকে যেভাবে ভালোবেসে গ্রহণ করেছে। সে ভালোবাসায় সত্যিকার অর্থে আমার মনের সব গ্লানি ও দুঃখ দূর হয়ে গেছে। কালিহাতীর মানুষের অধিকার আদায় ও শান্তির লক্ষে প্রয়োজনে আমার জীবন দান করব। সখীপুরে কাদের সিদ্দিকীর গামছা দিয়ে ধুয়ে মুছে আবর্জনা দূর করব।
উপজেলা বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, সাবেক এমপি লায়লা সিদ্দিকী, সা’দত কলেজের সাবেক ভিপি আজাদ সিদ্দিকী প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- এরশাদ আলী বিএসসি, মতিয়ার রহমান মতি, আসাদ নেতা, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনছারী, আসু মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।