নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নির্বাচনী প্রচারে বাধা প্রদান, মিথ্যা মামলা দায়ের ও সন্ত্রাস বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ছানোয়ার হোসেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে এসব অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছানোয়ার হোসেন বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুমতিতে নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কিন্তু নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে বিনষ্ট করার জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৭ ডিসেম্বর আমার কর্মী আজমত আলীকে মারধর করা হয়। ১৯ ডিসেম্বর আয়নাপুর হাটে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে নেতা-কর্মীদের হুমকি দেয়া হয়। একই দিন চাকতা এলাকায় নির্বাচনী অফিস ভাঙচুরসহ তিন কর্মীকে মারধর করা হয়। ২২ ডিসেম্বর লাউজানা গ্রামে আমার কর্মী সাবেক বিজিবি কর্মকর্তা আব্দুল হামিদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তারা ২৩ ডিসেম্বর শহরের নতুন বাসস্ট্যান্ড ও ইন্দ্র বেলতা গ্রামে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে সেখানে আগুন লাগিয়ে দেয়। গত ২৪ ডিসেম্বর যুগনী হাটখোলায় আমার নির্বাচনী অফিসে হামলা করে ও ফাঁকা গুলি ছুড়ে আমার প্রতিপক্ষ লোকজন।
ছানোয়ার হোসেন আরো বলেন, এসব ঘটনায় লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটি ও সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তারপরও কোনো সুরাহা পাচ্ছি না। নির্বাচনী এলাকায় আমার নেতা-কর্মীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
সংসদ সম্মেলনে প্রার্থী ছানোয়ার হোসেনের ভাই মোঃ মনোয়ার হোসেন ও মোঃ আশরাফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।