সখীপুরে বাবার জন্য গামছায় ভোট চাইলেন কুঁড়ি সিদ্দিকী

ফিচার রাজনীতি সখিপুর

সখীপুর প্রতি‌নি‌ধি: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আস‌নে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম-এর মে‌য়ে কুঁড়ি সি‌দ্দিকী দ্বাদশ নির্বাচনে তার বাবার জন্য গামছা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে জনসং‌যোগ কর‌ছেন।

 

 

 

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের দল থেকে গামছা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আস‌নে আওয়ামী লী‌গের ম‌নোনীত নৌকা প্রতী‌কের প্রার্থী র‌য়ে‌ছেন অনুপম শাহজাহান জয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির কারণে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হয়। পরে তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়া‌হেরের কাছে হেরে যান। দ্বাদশ নির্বাচনে জোয়াহেরুল ইসলাম জোয়া‌হের আওয়ামী লীগের মনোনয়ন পাননি। অন্যদি‌কে কুঁড়ি সিদ্দিকী এবার তার বাবার জন্য গামছা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব জানান, প্রতি‌দিনই কুঁড়ি সি‌দ্দিকী তার বাবার সঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া তিনি আলাদাভাবে সখীপুর পৌরসভার বেশ কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নারীদের সঙ্গে দেখা করছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে বাবার জন্য গামছা প্রতীকে ভোট চাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে কুঁড়ি সি‌দ্দিকী তার মা নাসরিন সিদ্দিকীকে সাথে নিয়ে ভোট প্রার্থনা ক‌রেন। ‌ভোটার‌দের কুঁড়ি সি‌দ্দিকী বলেন, গত নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। এবার নির্বাচনে কোনো কারচুপি হবে না। আপনারা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাবেন। আমার বাবাকে গামছা মার্কায় ভোট দেবেন। এবার কারচুপি হলে আমার বাবা জোরালো প্রতিবাদ করবেন। এবার ভোট চোরদের কোনো রক্ষা নেই। গতবার আমার বাবা আমার জন্য ভোট চেয়েছেন। এবার আমার বাবার জন্য আপনাদের কাছে ভোট চাইতে এসেছি।

তিনি আরও বলেন, এবার ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে নারী ভোটাররা ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছেন। নির্বাচন সুষ্ঠু হলে গামছা মার্কা ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় (নৌকা প্রতীক)। এ ছাড়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী আরও চারজন প্রার্থী হচ্ছেন- রেজাউল করিম (জাতীয় পার্টি- লাঙ্গল), পারুল আক্তার (তৃণমূল বিএনপি- সোনালী আঁশ), আবুল হাশেম (বিকল্পধারা বাংলাদেশ- কুলা) ও মোস্তফা কামাল (বাংলাদেশ কংগ্রেস- ডাব)। টাঙ্গাইল-৮ বাসাইল-সখীপুর আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ১০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ৮২, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩৪, হিজড়া ৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *