কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে আনছের আলী নামের এক বৃদ্ধকে (৭০) পিঁড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নাতির (৩০) বিরুদ্ধে। রবিবার, ১৭ ডিসেম্বর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার, ১৮ ডিসেম্বর নিহতের মেয়ে নুরবানু কালিহাতী থানায় বাদী হয়ে নাতি মফিজুলকে আসামি করে মামলা করেছেন। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনছের আলী স্বরূপপুর গ্রামের মৃত নালু শেখের ছেলে। এ ঘটনার পর তার ছেলে ফারুক মিয়া ও নাতি মফিজুল মিয়া পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যায় আনছের আলীর সঙ্গে ছেলে ও নাতির ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নাতি আনছেরের মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করেন। এতে তার মাথা থেঁতলে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, নিহতের মেয়ে নুরবানু বাদী হয়ে নাতি মফিজুলকে আসামি করে মামলা করেছেন। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।