নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সখীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হাসান।
৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তিনি এর প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের সম্পাদক ইলিয়াস হাসান জানান, বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের বক্তব্যকে কেন্দ্র বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়। বিকেলে বর্ধিত সভা শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের নিচে কে বা কারা শওকত শিকদারের গাড়ির উপর হামলা করছেন তা তিনি জানেন না। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইলিয়াস হাসান।
তিনি আরও জানান, রাতে সখীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারসহ দলীয় নেতাকর্মীরা গাড়িতে হামলাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি ও তাকে (ইলিয়াস) হেয় প্রতিপন্ন করার জন্য অকথ্য, অশ্লীল ও মনগড়া বক্তব্য দেন। তিনি সেই বক্তব্যেরও প্রতিবাদ জানান।
ইলিয়াস হাসান আরো বলেন, শওকত শিকদারের গাড়িতে হামলার তীব্র নিন্দা জানাই। তদন্ত সাপেক্ষে দোষী খুঁজে বের করার দাবি জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট বদিউজ্জামান ফারুক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন শিকদার, উপদপ্তর সম্পাদক অধ্যক্ষ আনন্দ মোহন দে, সদস্য এডভোকেট আব্দুর রহিম, টাঙ্গাইল শহর ছাত্রলীগের সহ-সভাপতি পাপ্পু মিয়া, টাঙ্গাইল টেক্সাইল কলেজ ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ সূর্য, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের যুগ্ম আহবায়ক সৈকত আলম জীবন, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সামিন খান প্রমুখ।