নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই কার্যক্রম শেষে ভোটার তালিকার তথ্যে গরমিল, ঋণ খেলাপি, মনোনয়নপত্রে ব্যক্তিগত তথ্য সংযুক্ত না করা, স্বাক্ষর ও দলীয় মনোনয়ন ফরমে প্রয়োজনীয় তথ্য না থাকায় কারনে জেলার ৮টি আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টিসহ ৫৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ঘোষণা দেন।
এর আগে গতকাল শনিবার প্রথম দিনে টাঙ্গাইল-১ থেকে টাঙ্গাইল-৪ আসন পর্যন্ত মনোনয়ন যাচাই কার্যক্রম সম্পন্ন করে জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ রবিবার বাকি চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।
মনোনয়ন থেকে বাদ যাওয়া প্রার্থীরা হলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগ করেন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরিদা রহমান খান। তিনি ওই আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানার স্ত্রী এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী এস এম আবু মোস্তফা, টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবীব, স্বতন্ত্র প্রার্থী মেহেনিগার হোসেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ, স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হাফেজ বিলাস, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ্, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) স্বতন্ত্র প্রার্থী রফিউর রহমান খান ইউসুফজাই।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোঃ কায়ছারুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই কার্যক্রম শেষে ভোটার তালিকার তথ্যে গরমিল, ঋণ খেলাপিসহ বিভিন্ন ত্রুটির কারনে ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর টাঙ্গাইলের ৮টি আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টিসহ ৭১জন মনোনয়নপত্র জমা দেয়। ২ ডিসেম্বর চারটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করেন জেলা রির্টানিং কর্মকর্তা। আগামী ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর বৈধ প্রার্থীদের মধ্যে দলীয় প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। আর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারী।